Home

পাবনা প্রতিনিধি  সামুদ্রিকসহ দেশি ও বিদেশ থেকে আমদানিকৃত  ইলিশ মাছসহ বিভিন্ন প্রকার মাছের বৃহৎ সংরক্ষণাগার পাবনা  সেভেন স্টার ফিস প্রসেসিং কোম্পানিতে অভিযান পরিচালনা করেছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  ১৭ আগস্ট (রবিবার) দুপুরে এই অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান রনি। এসময় তার সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী আনসার সদস্য, অফিস সহকর্মী ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যম কর্মীরা এসময়  উপস্থিত ছিলেন। অভিযানে শীতাতপনিয়ন্ত্রিত সংরক্ষণাগারে বার্মা থেকে আমদানিকৃত মেয়াদ উত্তীর্ণ বার্মিজ পচা ইলিশ মাছ স্টোরে রাখা  ও বিক্রিত মূল্য তালিকা না থাকায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫ হাজার টাকা আর্থিক জড়িমানা আদায় করেন।  জাতীয় মাছ ইলিশের খুচরা পর্যায়ে অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে বাজারে। আর এই কারনে  ভোক্তাদের নিকট থেকে দাম নিয়ে নানা অভিযোগ আসছে। এরই  আলোকে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।  একই সাথে স্টোরে মেয়াদ উত্তীর্ণ মাছ না রাখাসহ আমদানিকৃত মাছের প্যাকেটে তারিখ উল্লেখের নির্দেশনা প্রদান করা হয়। ইলিশ মাছের বাজার কারসাজি বন্ধ করতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

রাজধানীর বনানীতে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হলো পাবনা জিলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতির বিশেষ সভা। শনিবার (৯ আগস্ট) বিকেল ৫টায় …

Home