British actor Nkuti Gatwa will be the first black actor to star in the BBC series Doctor Who.
ঈশ্বরদী সংবাদদাতাঃ ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মিছিলে হামলা মামলায় নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান উদ্দিন (২৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। চা্ঁদপুর জেলার সদর থানা থেকে তাকে গ্রেপ্তার এবং পরে আদালতের মাধ্যমে পাবনা জেলা হাজতে পাঠানো হয়েছে বলে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আব্দুর নূর শনিবার দুপুরে জানিয়েছেন। গ্রেপ্তারকৃত সাধারণ সম্পাদক আরমান উদ্দিন (২৮) ঈশ্বরদী …