প্রেসক্লাবে জমকালো সাহিত্যসমাবেশ, নবগঠিত কমিটি ঘোষণা
বিবৃতি প্রতিবেদক:
সৃষ্টি, সৌন্দর্য ও আনন্দকে আত্মবিশ্বাসে লালন ও ধারণের প্রত্যয়ে পাবনায় আত্মপ্রকাশ করল চর্যাগৃহ সাহিত্য সংসদ। এ উপলক্ষে শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৪টায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত হয় সাহিত্যসমাবেশ।
সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্যিক ও কলামিস্ট ডা. সরোয়ার জাহান ফয়েজ। সঞ্চালনায় ছিলেন কবি সাইফুল কামাল। অনুষ্ঠান উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কবি ও কথাসাহিত্যিক মোস্তফা তারিকুল আহসান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রশিদুজ্জামান। তিনি বলেন—সাহিত্যচর্চার জন্য রুচিশীল, বুদ্ধিদীপ্ত ও গোছানো মানুষ হওয়া জরুরি। পাঠক বা লেখক—উভয়কেই প্রকৃতির সঙ্গেমিশতে হবে, তবেই প্রকৃত সাহিত্য প্রাণের সঞ্চার করবে।”
অনুষ্ঠানে বক্তব্য দেন কবি ও কথাসাহিত্যিক আব্দুল মান্নান সরকার, ডা. মোকলেস মুকুল, সাংবাদিক রাজিউর রহমান রুমী, নদী গবেষক ড. মনসুর আলম, কবি উদাস আব্দুল্লাহ, কবি সাহিদা আক্তার কল্পনা, কবি সালেহা ইমতিয়াজ প্রমুখ।
বাচিক শিল্পী মঞ্জুরুল ইসলাম স্বরচিত কবিতা আবৃত্তি করেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও আবৃত্তি প্রশিক্ষক আব্দুল্লাহ আল মামুন, কবি বঙ্গ রাখাল, কবি ফিরোজা খান, কবি আসাদুজ্জামানসহ বহু সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিবিদ।
অনুষ্ঠানের এক পর্যায়ে চর্যাগৃহ সাহিত্য সংসদের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়।
উপদেষ্টা পরিষদ: ডা. সরোয়ার জাহান ফয়েজ, এনামুল হক টগর, রাজিউর রহমান রুমী, মো. রুহুল আমিন, তানভীর আহমেদ, মো. জামাল উদ্দিন, মোশাররফ হোসেন মুসা।
সভাপতি: মোখলেস মুকুল
সিনিয়র সহ-সভাপতি: উদাস আব্দুল্লাহ
সহ-সভাপতি: দেওয়ান বাদল, এম. আব্দুল হালীম বাচ্চু, ইদ্রিস আলী মধু, আলতাব হোসেন
সাধারণ সম্পাদক: সাইফুল কামাল
যুগ্ম সাধারণ সম্পাদক: সুমন শামস, আদ্যনাথ ঘোষ
সাংগঠনিক সম্পাদক: জহুরুল ইসলাম প্রিন্স
কোষাধ্যক্ষ: নুরুল ইসলাম বাবুল
প্রচার ও প্রকাশনা সম্পাদক: আসাদুজ্জামান মামুন
কার্যনির্বাহী সদস্য: আনম হাই আল হাদী, মঞ্জুরুল ইসলাম, হাফিজুর রহমান রিপন, মো. সিরাজুল ইসলাম, গোবিন্দলাল হালদার, অঞ্জন শরিফ, বঙ্গ রাখাল, মো. বেলাল হোসেন, রেজাউল হাসনাত, সাইদা আক্তার কল্পনা, ফিরোজা খানম, অঞ্জলী রানী সেন, লাভলী ইমদাদ, আশফিকা আঁখি, সালেহা ইমতিয়াজ, আশিক ইজাজ, জুবায়ের খান প্রিন্স, আব্দুল্লাহ আল মামুন, মীর সোহাগ, শামীম রেজা, নওশিনা ইসলাম, অরিদুল, শিশির ইসলাম।
সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক অনন্য সাহিত্য-সংলাপে।