সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার সাঁথিয়ায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল ও পথসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৫ আগষ্ট সকাল ১১ টার দিকে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা চত্বর থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের একটি বিশাল মিছিল বের হয়ে সাঁথিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ জুলকারনাইন চত্বরে এসে পথসভায় মিলিত হয়।
এসময় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৬৮,পাবনা-০১ (সাঁথিয়া- বেড়া আংশিক) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড.ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। আরো বক্তব্য রাখেন সাবেক জেলা আমির মওলানা আব্দুর রহিম, উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান, সেক্রেটারি আনিসুর রহমানসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা এ সময় বলেন, বাংলাদেশে বৈষম্যকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন হয়েছে সেই বৈষম্য দূর হবে, সংবিধানের সংস্কার হবে, জনগণ তাদের অধিকার ফিরে পাবে। জুলাইয়ে যে গণহত্যা চলেছে পাশাপাশি ১৬ টি বছর যে গুম, খুন, হত্যার ঘটনা ঘটেছে এগুলোর বিচার করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য বড় বড় রাজনৈতিক দলগুলো পরস্পরে হানাহানি, ঐক্য মতানৈক্যের কারণে আমরা দেখছি ফ্যাসিবাদের বিচার সেরকম দৃশ্যমান হয়নি। সংস্কারের বিষয়গুলো এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার আজকে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবেন। আশা করছি এটার ভিত্তিতে দ্রুত একটি নতুন সংবিধান হবে। যেটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলছি তার একটি ভিত্তি স্থাপন হবে এই জুলাই ঘোষণাপত্র ঘোষনার সঙ্গে সঙ্গে।