পাবনা প্রতিনিধি
পাবনায় মেরিন ইঞ্জিনিয়ারদের শিল্পপ্রতিষ্ঠান মেরিনার্স গ্রুপের কারখানায় হামলা, মালামাল লুট, কর্মীদের মারধর, জোরপূর্বক বন্ধের বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা। দ্রুত সচল করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
বুধবার (২০ আগষ্ট) দুপুরে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামন ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে অভিযোগ করে বলা হয়, মেরিন ইঞ্জিনিয়াররা সম্মিলিত প্রচেষ্টায় পাবনার আমিনপুরে মেরিনার্স গ্রুপ নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে উঠে। সম্প্রতি, মাসুদ রানা ও ফজলুল করিম নামের দুজন অংশীদার কোম্পানির কোটি টাকা আত্মসাৎ করেন। তদন্তে বিষয়টি ধরা পড়লে তারা স্থানীয় প্রভাবশালী হারুন খানের সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রতিষ্ঠানটি কুক্ষিগত করার চেষ্টায় গত দশ/বার দিন আগে দফায় দফায় হামলা চালিয়ে কারখানার যন্ত্রপাতি ও মালামাল লুট করে নিয়ে যান। ভাড়াটে সন্ত্রাসী দিয়ে প্রতিষ্ঠানের কর্মীদের মারপিট করে আহতও করে তারা। এছাড়াও গত ৯ মে, ৫ আগষ্ট ও ১০ আগষ্ট কারখানায় পরপর তিনবার হামলা করা হয়।
তারা বলেন, আমাদের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ একজন কর্মীবান্ধব, নৈতিক ও মানবিক উদ্যোক্তা। তিনি কর্মীদের কল্যাণে সর্বদা আন্তরিক এবং প্রতিষ্ঠানের বিকাশের পাশাপাশি কর্মীদের জীবনমান উন্নয়নে নিবেদিত। সুদমুক্ত অর্থনৈতিক সহায়তা, সময়মতো বেতন প্রদান, ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিতকরণসহ তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা দেশের শিল্প খাতে ব্যাপক ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ওঠায় কয়েক মাস আগে নিরপেক্ষ অডিটের মাধ্যমে ফজলুল করিম ও মাসুদ রানার ১ কোটি ১৩ লাখ টাকা আত্মসাতের প্রমাণ মেলে। এ ছাড়া কোম্পানির হিসাবে আরও ২ কোটি টাকা তাদের কাছে পাওনা রয়েছে। আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ায় তারা পরিকল্পিতভাবে প্রতিষ্ঠান ধ্বংসের ষড়যন্ত্র করছে।’ দ্রুত এসব সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। জেলা প্রশাসকের নিকট প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম রক্ষা, দুষ্কৃতকারীদের অপতৎপরতা প্রতিরোধ এবং হাজারো পরিবারের জীবিকা সুরক্ষার্থে জরুরী প্রশাসনিক ও আইনি সহায়তার দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সেলস ম্যানেজার মো: সাজেদুল ইসলাম, আর,এস,এম ,মোঃ হুমায়ুন কবীর, আর,এস,এম মোঃ জাহিদুল ইসলাম, আর,এস, এম মো,মিজানুর রহমান, টিএসএম মোঃ জহিরুল ইসলাম, টি,এস,এম ,মোঃ পিয়াস ইসলাম, টি,এস,এম,মোঃ শাহিনুর ইসলাম প্রমুখ।