নিজস্ব প্রতিনিধি ॥ জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সুজানগর উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক এস এম মাসুদুর রহমান (কারিগরি শাখা) নির্বাচিত হয়েছে। তিনি দীর্ঘদিনের নিষ্ঠা ও শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের স্বীকৃতিসরুপ এ সম্মান অর্জন করেন। এস এম মাসুদুর রহমান পাবনা পৌরসভার ৩ নং ওয়ার্ডের রামচন্দ্রপুর (ঘোষপাড়া) মহল্লার মরহুম জাবেদ আলী শেখ ও জহুরা খাতুনের সন্তান এবং শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কারিগরি বিভাগে শিক্ষক।
এস এম মাসুদুর রহমান ২০০৩ সালে ২৩ অক্টোবর শিক্ষকতায় পেশায় যোগদান করেন।
দীর্ঘ প্রায় ২ যুগ শিক্ষকতা জীবনে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শিক্ষকতা সম্পর্কে এসএম মাসুদুর রহমান বলেন, আমি শিক্ষকতা পেশাকে সেবা হিসেবে গ্রহন করেছি। শিক্ষার্থীদের লেখাপড়ায় উদ্বুদ্ধ করা আমার প্রধান লক্ষ্য। শিক্ষা উন্নয়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, কারিগরি শিক্ষার উন্নয়ন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষাব্যবস্থায় কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষার প্রসার জরুরী বলে মনে করেন।
এস এম মাসুদুর রহমান শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক নির্বাচিত হওয়াতে তিনি উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন ও উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী সহ সকল শিক্ষকদের প্রতি সম্মান, ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জাতীয় শিক্ষা সপ্তাহের আহবায়ক ও উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ এবং সদস্যসচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেনের সাক্ষরিত এই তথ্য নিশ্চিত করা হয়।






