সংবাদদাতাঃ পাবনার ভাঙ্গুড়ায় বিসিআইসি ডিলারদের জমাট বাঁধা ইউরিয়া সার সরবরাহের অভিযোগ উঠেছে। স্থানীয় উদ্ভিদ বিশেষজ্ঞদের মতে, জমাট বাঁধা সার জমির উর্বরা শক্তি বৃদ্ধিতে প্রয়োগ করলেও তেমন কাজে আসবে না।এতে এসব সারের গুণগত মান নিয়ে সংশয় প্রকাশ করেছেন কৃষকরা। তবে উপজেলা কৃষি কর্মকর্তা জমাট বাঁধা সার সরবরাহের কথা স্বীকার করলেও গুণগত মান নষ্ট হয় না বলে দাবি করেছেন।