ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

সংবাদদাতাঃ ঈশ্বরদীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ঈশ্বরদী পৌর শহরের আলহাজ্ব মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের শাহজাহান আলীর ছেলে রাব্বি হোসেন (২৭) এবং একই ইউনিয়নের মানিকনগর গ্রামের গোলাম রসুল মুন্সির ছেলে নিশান মুন্সি (২২)। তারা দুজনই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনদের সূত্রে জানা যায়, শনিবার রাতে রাব্বি ও নিশান মোটরসাইকেলযোগে ঈশ্বরদী থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে আলহাজ্ব মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার গভীর রাতে রাব্বি হোসেন এবং রোববার সকালে নিশান মুন্সির মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *