সংবাদদাতাঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টার সাথে জড়িতদের শাস্তির দাবিতে পাবনার চাটমোহরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চাটমোহর সচেতন নাগরিক সমাজের আয়োজনে উপজেলা সদরের হাসপাতাল গেট এলাকায় এই বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য দেন, হাসানুজ্জামান সবুজ, ফয়সাল কবীর, সাজেদুর রহমান সেজান, আব্দুল আলিম প্রমুখ। এ সময় বক্তারা হাদিকে গুলি করে হত্যার চেষ্টার সাথে জড়িত সকলদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।
পাশাপাশি চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত গরীবের ডাক্তার হিসেবে পরিচিত আলমগীর হোসেনকে তিন কর্ম দিবসের মধ্যে বহাল রাখার প্রতিশ্রুতি ভঙ্গ করায় সিভিল সার্জন আবুল কালাম আজাদের বিরুদ্ধে চরম অসন্তোষ প্রকাশ করেন এবং নানা অনিয়ম, চিকিৎসা বাণিজ্য ও রোগী হয়রানির অভিযোগে চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুলকে অপসারণের দাবি জানান বক্তারা।
আয়োজিত বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশগ্রহণ করেন।






