ঈশ্বরদীতে একরাতে ৭ দোকানে চুরি সংঘঠিত

ঈশ্বরদীতে একরাতে ৭ দোকানে চুরি সংঘঠিত
pabna Sujanagor

সংবাদদাতাঃ পাবনার ঈশ্বরদীতে একটি মোবাইল শো-রুমসহ একরাতে ৭ টি দোকানে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্য চরম আতঙ্ক বিরাজ করছে। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত পৌর শহরের খন্দকার মার্কেট ও পোস্ট অফিস মোড়ে আরআরপি শপিং সেন্টারের ভিভো মোবাইল শৌরুমে এ চুরির ঘটনা ঘটেছে।

ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরকে আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ বলে জানা গেছে। এদিকে রাতের আধারে এমন দূর্ধর্ষ চুরির ঘটনায় প্রায় ১১ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।

জানা গেছে, বাজারের খন্দকার মার্কেটে দুটি টেইলার্স ও কোকারিজ সামগ্রীর গোডাউনসহ ৬ টি দোকানের তালা ভেঙে নগদ টাকা চুরি করা হয়েছে। এতে ৬ টি দোকান থেকে প্রায় এক লাখ টাকা চুরি করেছে চোর চক্র। এদিকে বৃহস্পতিবার ভোরে পোস্ট অফিস মোড় আরআরপি শপিং সেন্টারে ভিভো মোবাইল শো-রুমের তালা ভেঙে বিভিন্ন মডেলের ৫০ টি দামি ফোন চুরি গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে শো-রুম কর্তৃপক্ষ।

একটি মোবাইল শো-রুমের মালিক মোঃ রাসেল খান বলেন, ‘ভোর পার করে সকালের দিকে এ চুরির ঘটনা ঘটেছে। খুবই আশ্চর্জজনক বিষয় এটা। এ চুরির ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে আমার। থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।’

এদিকে বাজারের খন্দকার মার্কেটের ডিসেন্ট টেইলার্সের মালিক মোঃ আলামিন বলেন, ‘রাতে দোকান বন্ধ করে কয়েকটি তালা লাগিয়ে গেছি। তারপর এখানে সিকিউরিটি থাকে। তবুও কিভাবে চুরি হলো বুঝলাম না। ক্যাশে কিছু টাকা ছিল সেগুলো নিয়ে গেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিনুজ্জামান বলেন, ‘আরআরপি শপিং সেন্টারের ভিভো মোবাইল শো-রুমে চুরির বিষয়টি জানতে পেরেছি। সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোরকে শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এসব চুরির বিষয়ে এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *