ভাঙ্গুড়ায় সাংবাদিক মানিকের উপর হামলাকারী ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

ভাঙ্গুড়ায় সাংবাদিক মানিকের উপর হামলাকারী ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার
pabna Sujanagor

ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলা দৈনিক খোলা কাগজের প্রতিনিধি, সাংবাদিক মানিক হোসেন এর উপর হামলাকারী বায়োজিদ সহ দুই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ।

গত দিনে নকল দুধ তৈরির সংবাদ প্রকাশ করার জেরে সাংবাদিক মানিক এর উপর হামলার চালিয়ে তার অনেক জায়গায় গুরুতর আঘাত সহ একটি পা ভেঙে দেয় রাজিব,বায়োজিদ ও মাহতাব সহ কয়েকজন দুর্বৃত্তরা। এক নম্বর আসামি রাজিব হোসেন এখন পাবনা কারাগারে আছে।

রবিবার রাতে উপজেলার পৃথক পৃথক এলাকা থেকে তাদের কে গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাদের কে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

বায়োজিদ উপজেলার দিলপাশার ইউনিয়নের পুঁইবিল গ্রামের মোঃ মহসিন আলীর ছেলে ও উপজেলা ছাত্রলীগের কর্মী। অপরজন সুমন হোসেন উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামের আয়েজউদ্দিন মানিক (কসাই) ছেলে ও কলেজ ছাত্রলীগ কর্মী।

এর আগে গত ১১ মে গভীর রাতে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। পরদিন এ ঘটনায় অষ্টমনিষার বিএনপি কর্মী ময়ছের আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৮ নেতাকর্মী সহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করা হয়।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিস্ফোরক মামলায় পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী কে গ্রেফতার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে তাদের কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *