সংবাদদাতাঃ বনার ঈশ্বরদীতে নিষিদ্ধ সময়ে পদ্মা নদীতে ইলিশ মাছ শিকার করার অভিযোগে পাকশী এলাকা থেকে দুই জেলে আটক করে করাদন্ড দেওয়া হয়েছে।
আটককৃতরা হলেন, কুষ্টিয়া জেলার ভেরামারা উপজেলা বাহিরচর এলাকার আলাউদ্দীনের ছেলে তরিকুল ইসলাম ও একই এলাকার হাবীবুর রহমানের ছেলে জীবন ইসলাম।
লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম জানান, সরকার ঘোষিত ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়নে নৌ পুলিশ সর্বদা তৎপর। ইলিশ প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। যারা নিষেধাজ্ঞা অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও উল্লেখ করেন, আমাদের লক্ষ্য মা ইলিশ রক্ষা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ইলিশ সম্পদ নিশ্চিত করা। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।






