সংবাদদাতা: পাবনার আটঘরিয়া উপজেলার কয়রাবাড়ি গ্রামে এক স্কুলছাত্রী (১৫) কে অপহরণের অভিযোগ উঠেছে একই এলাকার রুহান (২০) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা আটঘরিয়া থানায় একটি অভিযোগ (জিডি) দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কয়রাবাড়ি পশ্চিমপাড়া গ্রামের রহমান ফকিরের ছেলে রুহান দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্ত করত। পরিবারের পক্ষ থেকে একাধিকবার বাধা দেওয়া হলেও সে থামেনি।
গত ৫ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে, ছাত্রীটি বাড়ির সামনে পাকা রাস্তায় বের হলে, বখাটে রুহান তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় পরদিন ৬ অক্টোবর ভুক্তভোগী ছাত্রীর বাবা আটঘরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান সরকার বলেন, “অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও অভিযুক্ত রুহানকে গ্রেফতারের জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত অপহৃত ছাত্রীকে উদ্ধারের দাবি জানিয়েছেন।






