পাবনায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মহড়া অনুষ্ঠিত 

পাবনায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মহড়া অনুষ্ঠিত 

সংবাদদাতা: “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় উদযাপিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। এ উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকালে পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সার্বিক ব্যবস্থাপনায় পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. ছিদ্দিকুর রহমান। সভার সভাপতিত্ব করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ও সহকারী কমিশনার ইশরাত জাহান পিয়া।

মহড়ার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফায়ার সার্ভিসের ডিএডি আব্দুর রাজ্জাক। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য, স্কাউট, বিএনসিসি, রোভার স্কাউটস ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

শিক্ষার্থীদের সামনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় তাৎক্ষণিক করণীয়, মানুষকে উদ্ধার করার কৌশল এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার পদ্ধতি বাস্তবভাবে উপস্থাপন করা হয়। পাশাপাশি বজ্রপাতের সময় নিরাপদ থাকার উপায়ও হাতে-কলমে প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *