রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষক নিহত, পাবনার সন্তান শিব শংকর আর নেই

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষক নিহত, পাবনার সন্তান শিব শংকর আর নেই

সংবাদদাতা : রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক শিব শংকর রায় (৫৫) নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন দর্শন বিভাগের অধ্যাপক মো. আসাদুজ্জামান (৫৮)। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। অধ্যাপক শিব শংকর রায়ের বাড়ি পাবনার সুজানগর উপজেলায়।

শুক্রবার সকাল ৭টার দিকে রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশে আনসার ক্যাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, “শুক্রবার সকাল ৭টার দিকে একটি অজ্ঞাত যানবাহন একটি ভ্যাসপা মোটরসাইকেলে ধাক্কা দিয়ে চলে যায়। এতে পেছনে থাকা শিব শংকর রায় মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা দুজনকেই উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে শিব শংকর রায়কে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।”

মরদেহ বর্তমানে রাজশাহী মেডিকেলের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুপুরের মধ্যেই মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রাবি মার্কেটিং বিভাগের অধ্যাপক ফরিদুল ইসলাম এবং সহকারী প্রক্টর অধ্যাপক গিয়াস উদ্দিন বলেন, “ছুটির দিনে মাছ ধরতে যেতেন শিব শংকর রায় ও আসাদুজ্জামান। আজ ভোরেও তারা আসাদুজ্জামানের একটি ভ্যাসপা মোটরসাইকেল নিয়ে নওহাটার দিকে যাচ্ছিলেন মাছ ধরতে। পথেই দুর্ঘটনাটি ঘটে।”

তাঁরা আরও জানান, দুর্ঘটনার সময় শিব শংকর রায় মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন এবং সরাসরি মাথায় আঘাত পান।

‎পাবনার শহরের সন্তান রাবির গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজমুল হাসান জানান, শিব শঙ্কর রায় অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার সাথে কাটানো মুহূর্তগুলো থাকতো আনন্দের।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির

এক শোকবার্তায় বলেন, “অধ্যাপক শিব শংকর রায়ের মৃত্যু বিশ্ববিদ্যালয়ের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *