ভাঙ্গুড়ার সেই সহকারী শিক্ষিকা সাময়িক বরখাস্ত

ভাঙ্গুড়ার সেই সহকারী শিক্ষিকা সাময়িক বরখাস্ত

ভাঙ্গুড়া প্রতিনিধি: বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকা কারণে পাবনার ভাঙ্গুড়া উপজেলার আরাজি পার-ভাঙ্গুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই সহকারী শিক্ষিকা ইফফাত মোকাররমা সানিমুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল কবীরের গত ৭ অক্টোবর স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এর আগে গত ৩১ জুলাই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিশাত রেহানা ওই শিক্ষিকাকে শোকজ করেন। এতে তিন কর্মদিবসের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়। এরপরও তিনি কর্মস্থলে ফেরেননি।

এদিকে শোকজের পরও কর্মস্থলে না ফেরার সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে ওই শিক্ষিকা স্থানীয় সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হন।

উপজেলা শিক্ষা অফিসার মো. সেকেন্দার আলী জানান, ” বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় সরকারি চাকরি আইন-২০১৮ এর ৩৯ (১) অনুচ্ছেদ অনুযায়ী ওই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *