পাবনায় সিংগায় মানব কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা সম্মেলন অনুষ্ঠিত

পাবনায় সিংগায় মানব কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা সম্মেলন অনুষ্ঠিত

সংবাদদাতা: পাবনার সিংগা মানব কল্যাণ ট্রাস্টের বার্ষিক উপদেষ্টা সম্মেলন ২০২৫ প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে শনিবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়। 

মানব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক মো: আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক ডক্টর মোঃ আলমগীর হোসেন। 

মানব কল্যাণ ট্রাস্টের সহকারী প্রধান শিক্ষক ক্বারী মাওলানা আব্দুল মালেকের সঞ্চালনায় সম্মেলনে সম্মানিত আলোচক ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা সদস্য যথাক্রমে; দাউদ এন্ড কোং প্রোপাইটর আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন, পদ্মা কলেজের অধ্যক্ষ শাহাব উদ্দিন, সদস্য মো: আফজাল হোসেন, আব্দুল ওয়াহাব, তোফাজ্জল হোসেন, আজিজুর রহমান বকুল, সাইদুর রশিদ খান, ইমদাদ হোসেন, শাহাদত হোসেন, নুর উন নবী, ফজলে মজিদ মুরাদ, জুলফিকার আলী, প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুর রশিদ প্রমুখ। 

উপেদষ্টা সম্মেলনে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক আলহাজ্ব আবুল হোসেন বলেন, সিংগা মানব কল্যাণ ট্রাস্ট নানা মুখি জনকল্যাণে কাজ করছে। মানুষের দান, অনুদান, যাকাত, ফিতরাসহ নানা সাহায্য সহযোগিতায় এই প্রতিষ্ঠানে দৃষ্টিপ্রতিবন্ধী, অসহায়, দরিদ্র ছেলেদের বিনা খরচে আবাসিকসহ পড়ালেখা, চিকিৎসা, স্বামী পরিত্যক্ত ও বয়োবৃদ্ধদের সাহায্য সহযোগিতাসহ অসহায় দরিদ্রদের পাশে সহায়তার হাত বাড়িয়েছে মানব কল্যাণ ট্রাস্ট। তিনি বলেন, মানুষের সাহায্য সহযোগিতায় সুন্দর ভাবে প্রতিষ্ঠান ও কার্যক্রম পরিচালনায় সমাজের বিত্তবান ও অর্থশালী মানুষের সাহায্য প্রত্যাশা করেন। 

অনুষ্ঠানে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাত পরিবেশন করে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *