সংবাদদাতা: পাবনার ভাঙ্গুড়ায় বাড়ির ছাদে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে মারুফ বুখারী (১৯) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার বেতুয়ান খাঁ পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের আব্দুস সবুর মজনু বুখারীর ছেলে ও খুলনা পলিটেকনিকেল কলেজের শিক্ষার্থী।
এলাকাবাসী জানান, দুপুর দেড়টার দিকে পানির ট্যাংক পরিস্কার করতে বাড়ির ছাদে ওঠেন মারুফ। তাদের বাড়ির ছাদের ওপর দিয়ে আগে থেকেই পল্লী বিদ্যুতের লাইন টানানো ছিল। ট্যাংক পরিস্কার করার এক পর্যায়ে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন ।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আমার দেশকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিস্তারিত পরে জানাতে পারবো।”