সংবাদদাতা : পাবনা সদর উপজেলার খয়েরসূতীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহাদ আলী (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আরেকজন আহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, খয়েরসূতী এলাকায় সকাল ৮টা ৫০ মিনিটে দুর্ঘটনার খবর পাওয়া গেলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৯টা ০০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং ৯টা ২০ মিনিটে তা শেষ করে।
দুর্ঘটনায় গুরুতর আহত আহাদ আলী ঘটনাস্থলেই মারা যান। আহত আরেকজনকেও উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষে মোটরসাইকেলটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুখোমুখি সংঘর্ষের কারণেই এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার কাজে নেতৃত্ব দেন পাবনা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শফিউল ইসলাম।