সংবাদদাতা: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত কুমার বিশ্বাসকে এক ছাত্রীকে যৌন হয়রানি ও অনৈতিক সম্পর্কের অভিযোগে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রশাসন তৎপর হয়ে তদন্ত শুরু করে। গঠিত যৌন নিপীড়নবিরোধী সেল দীর্ঘ তদন্ত শেষে অভিযোগের সত্যতা প্রতিষ্ঠিত করে। তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, সুব্রত বিশ্বাস ‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়নবিরোধী নীতিমালা, ২০০৮’ লঙ্ঘন করেছেন।
তদন্ত প্রতিবেদনে মন্তব্য করা হয়, “শিক্ষাঙ্গনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। এ ধরনের অপেশাদার ও অনৈতিক আচরণ বরদাশত করা যায় না।”
গত শনিবার (২৬ জুলাই, ২০২৫) অনুষ্ঠিত পাবিপ্রবির ৭৩তম রিজেন্ট বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে সুব্রত বিশ্বাসকে স্থায়ীভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর জানায়, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের অগ্রাধিকার। এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা শিক্ষার্থীদের কাছে দায়িত্বপূর্ণ ও পবিত্র একটি সম্পর্কের প্রতীক। এই সম্পর্ককে কলুষিত করার কোনো প্রয়াসই শিক্ষাক্ষেত্রে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাবিপ্রবির এই কঠোর সিদ্ধান্ত দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।