পাবনা প্রেসক্লাবে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

পাবনা প্রেসক্লাবে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

 

সংবাদদাতা: পাবনা প্রেসক্লাবে শুরু হয়েছে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে আলোচনা সভা ও ক্যারাম খেলার মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়া শুধু শরীর ও মনের সুস্থতা নিশ্চিত করে না, বরং পারস্পরিক বন্ধন ও ভ্রাতৃত্ব আরও দৃঢ় করে। আলোচনায় দেশের খ্যাতিমান উদ্যোক্তা ও পাবনার কৃতিসন্তান স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর কর্মময় জীবনের কথা স্মরণ করা হয়। তাঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে বক্তারা তাঁর সততা, দূরদর্শী নেতৃত্ব ও সমাজ উন্নয়নে অবদানকে অনুকরণীয় বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, সিনিয়র সহসভাপতি সিফাত রহমান সনম ও সহসভাপতি এস এম আলাউদ্দিন। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল। এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জা, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, ক্রীড়া সম্পাদক ইমরোজ খন্দকার বাপ্পি, কল্যাণ সম্পাদক কলিট তালুকদার,দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন,রফিকুল ইসলাম সুইট,আরিফ আহমেদ সিদ্দিকী ,মিজান তানজিলসহ কার্যনির্বাহী ও সাধারণ সদস্যরা।

পাবনা প্রেসক্লাবে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

পরে আনুষ্ঠানিকভাবে ক্যারাম খেলার মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়। প্রথম খেলায় অংশ নেন সভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সভাপতি শিবজিত নাগ, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান। তাদের অংশগ্রহণে করতালিতে মুখরিত হয়ে উঠে ক্রীড়াকক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *