পাবনায় কারিগরি ছাত্র আন্দোলনের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

পাবনায় কারিগরি ছাত্র আন্দোলনের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

 

সংবাদদাতা: কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়া, প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত ‘অসম কমিটি’ প্রত্যাখ্যান এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি রাষ্ট্রপক্ষ কর্তৃক প্রত্যাখ্যান না হওয়ায় তারা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন।

বিক্ষোভ মিছিলটি পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সিংগা বাইপাস হয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে অবস্থান নেয়। সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিনিধি হেলাল আহমেদ (শুভ) ও সুমাইয়া খাতুন। এসময় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য ইমাম উদ্দিন সাদ, ইয়াছিন আরাফাত নিরব, হেলাল আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা দাবি জানান—ডিপ্লোমা প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিত করা, অসম কমিটি ভেঙে সমন্বিত ও ন্যায়সঙ্গত নতুন কমিটি গঠন এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি রাষ্ট্রীয়ভাবে প্রত্যাখ্যান করতে হবে। তা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *