পাবনা প্রতিনিধি
পাবনা সদর উপজেলায় গৃহবধূ ও তার কন্যাকে অপহরণের ঘটনায় আলোচিত মামলার মূল আসামি মেহেদী হাসান তুহিন (৩২) গ্রেপ্তার হয়েছেন।
RAB-১২ জানায়, শনিবার ভোরে সদর উপজেলার জালালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে ধরা হয়। পরে তাকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়।
গত ২৩ আগস্ট রাতে আরিফপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রী মাফিজা খাতুন (২৬) ও মেয়ে জুথী খাতুনকে (১২) অস্ত্রের মুখে অপহরণ করা হয়। পরদিন মাফিজা খাতুন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেন।
RAB এর সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক বলেন, অপহরণের মতো জঘন্য অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।