পাবনায় বিএনপির উদ্যোগে ফলজ গাছ বিতরণ

পাবনায় বিএনপির উদ্যোগে ফলজ গাছ বিতরণ

শহর প্রতিনিধি

পাবনার পৌর মহল্লায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিএনপির উদ্যোগে ফলজ গাছ বিতরণ করা হয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ কর্মসূচি নেওয়া হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার পৌর এলাকার ছাতিয়ানী স্কুল মাঠে মাহমুদন্নবী স্বপনের উদ্যোগে এ বৃক্ষবিতরণ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাবনা-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মাহমুদন্নবী স্বপন।

পৌর ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম শরীফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম বাদশা, কৃষক দলের সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাচ্চু, পৌর বিএনপি নেতা শিবলী তালুকদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *