বনানীতে পাবনা জিলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতির সভা: দায়িত্ব হস্তান্তর ও নতুন পরিকল্পনা

বনানীতে পাবনা জিলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতির সভা: দায়িত্ব হস্তান্তর ও নতুন পরিকল্পনা

রাজধানীর বনানীতে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হলো পাবনা জিলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতির বিশেষ সভা। শনিবার (৯ আগস্ট) বিকেল ৫টায় সিএম ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন সার্ভিস কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রথম নির্বাচিত কমিটির নিকট থেকে পরবর্তী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সিনিয়র সহ-সভাপতি শ্রদ্ধেয় সৈয়দ মাসুম আহমেদ (১৯৬৫)। তিনি প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণ করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক (১৯৭২) অসুস্থ থাকায় ফোন কলে দায়িত্ব হস্তান্তরের সম্মতি জানান।

গঠনতন্ত্রের প্রণেতা মির্জা ফজলুল করিম বেগ (১৯৭২) সমিতির জন্মলগ্নের ইতিহাস তুলে ধরেন। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পান্না (১৯৭২) পুনর্মিলনী আয়োজন ও ভবিষ্যৎ পরিকল্পনা নবীনদের অবহিত করেন। এ সময় এনামুল আজিজ রুমী (১৯৭২) রেজিস্ট্রেশন ও গঠনতন্ত্র রচনার অভিজ্ঞতা ভাগ করে নেন।

আলোচনায় অগ্রজ সদস্যরা পরামর্শ দেন, ভবিষ্যৎ কমিটিতে অবশ্যই পাবনায় অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করতে হবে এবং নিয়মিতভাবে ঢাকা ও পাবনায় পুনর্মিলনী আয়োজন করতে হবে। তাঁরা নবীনদের পাশে থেকে দিকনির্দেশনা দেওয়ার আশ্বাসও দেন।

এর আগে আহ্বায়ক কমিটির প্রথম সভায় বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে—

• সদস্য সংগ্রহের জন্য ফর্ম প্রণয়ন

• চ্যানেল আই ও মাছরাঙা টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান আয়োজন

• বিদেশে উচ্চশিক্ষা নিয়ে সহযোগিতার উদ্যোগ

• সফল প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে অনলাইন সেশন

• প্রতিবছর ইফতার মাহফিল ও এসএসসি উত্তীর্ণদের ক্রেস্ট প্রদান

• ২০২৮ সালের ডিসেম্বরে পাবনা জিলা স্কুলের ১৭৫ বছর পূর্তি উদযাপন

নতুন কমিটির নেতৃত্বে রয়েছেন আহ্বায়ক মোহাম্মদ হাবীব রশীদ এটম (১৯৮৫), যুগ্ম আহ্বায়ক ড. জহির বিশ্বাস (১৯৮৬) এবং সদস্য সচিব সাজেদুর রহমান বুলবুল (১৯৯৭)।

সভায় নবীন ও প্রবীণ প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে এক উচ্ছ্বাসমুখর পরিবেশ সৃষ্টি হয়। তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন, প্রাক্তন ছাত্র সমিতি আগামী দিনে পাবনা জিলা স্কুলের ঐতিহ্য, বন্ধন ও প্রাক্তনদের পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *