পাবনায় চিকিৎসা করাতে এসে আবাসিক হোটেল থেকে মানসিক রোগীর পলায়ন, উদ্বেগে পরিবার

শহর প্রতিনিধি

কুমিল্লা থেকে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য এসে আবাসিক হোটেল থেকে পালিয়েছেন সোলেমান কবির (৪০) নামের এক মানসিক রোগী। নিখোঁজ সোলেমানের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার গবিন্দপুর গ্রামের ঘোলনল ইউনিয়নে। তিনি প্রায় ১৪–১৫ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

পরিবার জানায়, ১৭ আগস্ট রাতের শেষে একটি মাইক্রোবাসে করে সোলেমানকে নিয়ে রওনা দেন পরিবারের সদস্যরা। পরদিন ১৮ আগস্ট সকাল ১০টার দিকে পৌঁছান পাবনা মানসিক হাসপাতালে। প্রাথমিক চিকিৎসক দেখানোর পর দুপুরে পাবনা শহরের ‘রয়েল প্যালেস’ নামে একটি আবাসিক হোটেলে ওঠেন তিনি, সঙ্গে ছিলেন মা ও ছোট ভাই।

কথা অনুযায়ী ছোট ভাই হোটেলের নিচে নামলে মায়ের অগোচরে সোলেমান হোটেল থেকে বের হয়ে যান। এরপর থেকে পরিবারের সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় খোঁজ করেও তাঁর সন্ধান পাচ্ছেন না। উদ্বিগ্ন পরিবার পাবনা শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মাইকিং করছেন, স্থানীয় গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও চেয়েছেন।

নিখোঁজের সময় সোলেমানের পরনে ছিল লুঙ্গি, লাল রঙের টি–শার্ট এবং পায়ে চপ্পল। তাঁর সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: ০১৯৮৯১০২০৬৫ অথবা ০১৭২৯৩৭০৩০০।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম প্রথম আলোকে বলেন, ‘পরিবার মৌখিকভাবে জানিয়েছে। আমরা লিখিত অভিযোগ দিতে বলেছি। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় ছবি ও তথ্য পাঠানো হয়েছে। টহল দলগুলোকে সতর্ক করা হয়েছে। আশা করছি দ্রুত তাঁর খোঁজ পাওয়া যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *