সুজানগরে ট্রলির ধাক্কায় ৭ ছাত্রী আহত।।শিক্ষার্থীদের বিক্ষোভ

পাবনা প্রতিনিধি

সুজানগরের দুলাই উচ্চ বিদ্যালয় চলাকালিন সময়ে বালুর ট্রলির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহতের ঘটনা ঘটেছে। আহত শিক্ষার্থীদের পাবনাসহ বিভিন্ন  হাসপাতালে  ভর্তি করা হয়েছে। আহতরা হলো ৭ম শ্রেণির জিনিয়া আফরিন জেমি, মাহমুদা ইয়াসমিন জান্নাতি, ৮ম শ্রেণির মিথিলা আক্তার, ৯ম শ্রেণির মোহনা খাতুন ১০ ম শ্রেণির অনামিকা ইসরাত উর্মি, রিতু খাতুন ও জান্নাতুল ফেরদৌস। 

এঘটনায় বিদ্যালয়টির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ট্রলির চালককে আটক করে মারপিট করে। পরে ট্রলিতে বিক্ষুব্ধ শিক্ষর্থীরা আগুন ধরিয়ে দেয়। আটককৃত চালক ও সহকারী আপন দুই ভাই জয় ও বিজয়। তাদের থানা পুলিশের কাছে সর্পদ করা হয়েছ। কাজের অবহেলার ঘটনায় শিক্ষার্থীর ও স্থানীয়রা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন লিটন কে স্কুল থেকে বের করে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

জানা যায়, দুলাই উচ্চ বিদ্যালয়ের নির্মান কাজের জন্য ঠিকাদার স্কুল চলাকালিন সময় ট্রলিতে করে বালু আনেন। ফিরতি সময়ে ট্রলির চালক শিক্ষার্থীদের ধাক্কা দেয়। এ ঘটনায় ৭ জন ছাত্রী আহত হয়। পরে সংবাদ পেয়ে ঘটননস্থলে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুল ইসলাম  উপস্থিত হন। তিনি শিক্ষার্থী ও, স্থানীয়দের সাথে কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার জানান, আহত ছাত্রীদের চিকিৎসা দেয়া হবে এবং দাযিত্বরত ঠিকাদারকে শাস্তির মুখোমুখি করা হবে। তিনি আরও বলেন,  বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুলে আসা থেকে বিরত থাকবে। তার অনুপস্থিতিতে অন্যকে আগামী সপ্তহের মধ্যে দাযিত্ব দেয়া হবে। শিক্ষার্থী ও এলাকাবাসীর দাবী প্রধান শিক্ষকের অবহেলার কারণেই স্কুল চলাকালিন সময়ে স্কুলের ভিতরে বালুর ট্রলি প্রবেশ করেছে।

এসময় আরও উপস্থিত ছিলেন সুজানগর মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ফাইজার মনোয়ার হোসেন, এলাকাবাসী পক্ষে নজরুল ইসলাম বাদশা, কাজা মহিতুর,  খন্দকার গোলাপ,কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিটন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *