পাবনা প্রতিনিধি
পাট বাংলাদেশের মধ্যে একটি অন্যতম অর্থকরি ফসল। পাট রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। পাট একটি সময় বহু গুন আবাদ হলেও এর ব্যাবহার খুব কষ্ট সাধ্য ছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে প্লাস্টিকের অভিশাপ থেকে মানুষকে মুক্ত করেছে পাটের আশ থেকে তৈরি কৃত ব্যাগ।
এবছর পাবনায় পাটের আবাদ ব্যাপক ভাবে লক্ষনীয় হয়েছে। বিঘা প্রতি পাটের আবাদ তুলনা মূলক ভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই পাবনা জেলাতে অধিকাংশ সময়েই পাটের আবাদ ভালো হলেও তা উৎপাদনের ক্ষেত্রে পাট জাগ এবং জাগ দেওয়া পাট থেকে আশ সংগ্রহ করতে পানির সমস্যায় পড়তে হয়। অতিবৃষ্টি ও অনাবৃষ্টি পাবনায় মাটির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় পানি সংরক্ষিত হয় না তবে বিভিন্ন গ্রামে নদ নদী থেকে বর্ষার পানি ভেসে আসে। কিন্তু তাতে সমস্ত জায়গায় পাট জাগ এবং পাট থেকে আশ এড়ান সম্ভব হয় না। মাঠ পর্যায়ে কৃষক দের পাট চাষে কষ্টের অন্ত নাই এবং পাট জাগ দিয়ে পাট থেকে আশ এড়াতে প্রত্যেক লেবার খরচ ৮০০/৯০০ টাকা করে প্রদান করতে হয়।
এসময় পাটের আবাদ এবং পাট জাগ দিতে নিয়ে বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোচনা করলে পাবনা সদর উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুদ রানা বলেন, এবছর পাবনায় পাটের আবাদ ভালো হয়েছে। কিন্তু পাট জাগ দিয়ে পাট থেকে আশ এড়ানো নিয়ে বিপাকে পড়েন চাষিরা। পানির পর্যাপ্ত সংরক্ষণ এবং ম্যাসিনারিজের মধ্যে পাট জাগ দেওয়ার বিভিন্ন বিষয় বস্তু নিয়ে কথা হয় এসময়।