শহর প্রতিনিধি
পাবনা মানসিক হাসপাতালকে দালালমুক্ত রাখতে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার (২৯ জুন) দুপুরে ভ্রাম্যিমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেনের নেতৃত্বে পাবনা মানসিক হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এদিকে জহুরুল ইসলামকে ঘিরে একব্যক্তি নির্দোষ বলে মানববন্ধন করেছে এলাকাবাসি।
অভিযানে ৯ জন দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বরে বিভিন্নভাবে রোগী ও স্বজনদের সঙ্গে প্রতারণা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
এদিকে আটক ব্যক্তিদের মধ্যে একজন, হেমায়েতপুরের জহুরুল ইসলামকে নির্দোষ দাবি করে মানববন্ধন করেছেন তার সহকর্মী ও এলাকাবাসী। তাদের ভাষ্যমতে, জহুরুল ইসলাম এলাকার ভগিরতপুর শফিক অটো ব্রিকস নামে একটি ইটভাটার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ অতীতে পাওয়া যায়নি।
শফিক গ্রুপের চেয়ারম্যান আলহাজ শফিকুর রহমান খান বলেন,“জহুরুল ইসলাম দীর্ঘদিন ধরে আমাদের প্রতিষ্ঠানে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ কখনও পাইনি।
পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেনে বলেন, অভিযানে যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে শুধুমাত্র তাদেরই কারাদণ্ড দেওয়া হয়েছে। কেউ চাইলে নিয়ম অনুযায়ী আইনি পথে আপিল করতে পারবেন।
জনস্বার্থে পরিচালিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। সেবা প্রত্যাশীরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন