চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহরে চুরির প্রবণতা বেড়েছে। গত কয়েকদিনে দিনে কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। একটি ঔষধের দোকানে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল, শিক্ষকের বাসায় ৬ ভরি স্বর্ণ, মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার টাকা এবং এক কৃষকের গোয়াল থেকে দুটি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল।
জানা গেছে, রবিবার রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের তেনাপিরতলা এলাকায় নবীর উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠান হক ফার্মেসী থেকে ঔষধ, নগদ টাকা ও অন্যান্য মালামাল চুরি করে চোরের দল।
সোমবার দিবাগত রাতে (১ জুলাই) ছাইকোলা ইউনিয়নের ধানকুনিয়া গ্রামের সরকার পাড়ার বাবুল হোসেনের ছেলে মঞ্জিল হোসেন এর গোয়াল ঘর থেকে রাত আনুমানিক আড়াইটার দিকে একটি গাভী গরু ও একটি বাছুর চুরি করে নিয়ে যায় চোরের দল। এছাড়া পার্শ্ববর্তী বাড়ি থেকে আরো তিনটি গরু চুরির সময় পরিবারের লোকজন বুঝতে পারলে চোরের দল বাড়ির মালিককে আঘাত করে পালিয়ে যায়।
অপরদিকে পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লায় ১লা জুলাই মঙ্গলবার মনিরুল ইসলাম পান্নু মাস্টারের বাড়িতে দিনের বেলায় চুরির ঘটনা ঘটেছে। এতে পরিবারটির ৬ ভরি স্বর্ণালংকার, একটি আইফোন ও নগদ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোর। বিকেলে চুরির ঘটনাটি বুঝতে পারেন।
ভুক্তভোগী পরিবার জানায়, চাকরির সুবাদে মনিরুল ইসলাম পান্না মাস্টার অষ্টমনিষা মডেল স্কুল ও তার স্ত্রী তার কর্ম ক্ষেত্রে থাকায় প্রতিদিনের মতো এদিনও বাসায় কেউ ছিল না। সেই সুযোগকে কাজে লাগিয়ে চোর ছাদ অথবা বাথরুম দিয়ে ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে সিনিয়র এএসপি (চাটমোহর সার্কেল) আনজুমা আক্তার বলেন, ঘটনার পরে ফার্মেসিটি পরিদর্শন করেছি। চোরের দলকে আটকের চেষ্টা চলছে। তিনি এই সকল চুরির ঘটনাকে নিয়ন্ত্রণ করতে সাধারণ মানুকে সজাগ থাকতে বলেন। সেই সাথে প্রত্যেকটি বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তা বৃদ্ধির জন্য নিজ নিজ উদ্যোগে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান