পানি নিষ্কাশন ড্রেনেজ ব্যবস্থা বিকল হয়ে যাওয়ায় একটু বৃষ্টি নামলেই পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে চরম চলাবদ্ধতা সৃষ্টি হয়। এ সময় বিশেষ করে স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে বসবাসকারী ডাক্তার, নার্স এবং অন্যান্য কর্মচারীরে পানি ব›ি জীবন যাপন করতে হয়। জানা যায়, প্রায় এক যুগ আগে স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরসহ আশপাশের পানি নিষ্কাশনের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাচীরের পূর্ব পাশ দিয়ে সুজানগর পৌরসভার অর্থায়নে একটি ড্রেন নির্মাণ করা হয়। দীর্ঘদিন ড্রেনটি সংস্কার না করায় ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেছে। সেকারণে এখন আর ড্রেনটি দিয়ে পানি নিষ্কাশন হয়না। ফলে একটু বৃষ্টি হলেই উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে চরম জলাবদ্ধতা সৃষ্টি হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক মোঃ আক্কাছ আলী বলেন সুজানগর পৌর সভার উদ্যোগে নির্মিত ওই ড্রেনটিই স্বাস্থ্য কমপ্লেক্সের পানি নিষ্কাশনের একমাত্র ভরসা। কিন্তু ড্রেনটি ভরাট হয়ে যাওয়ায় এখন আর পানি নিষ্কাশন হয়না। বরং ড্রেনের উপচেপড়া পানি স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকেপড়ে জলাবদ্ধতার মাত্রা আরো বৃদ্ধি করে।
স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে বসবাসকারী কর্মচারী মোঃ আবুল বাসার বলেন একটু বৃষ্টি হলেই কোয়ার্টারের চারপাশে হাঁটু পানি জমে যায়। এ সময় পানি ভেঙে সীমাহীন দুর্ভোগ মাথায় করে অফিসে যেতে হয়। জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখিন হয় কোয়ার্টারে বসবাসকারী ১৩টি পরিবারের শিশু-কিশোর ছেলে-মেয়েরা। এ সময় ওই সকল শিশু-কিশোররা স্বাভাবিক চলাফেরার পাশাপাশি স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চরম ুর্ভোগের শিকার হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ অসীম খান বলেন পানি নিষ্কাশন ড্রেনটি সংস্কারের ব্যাপারে পৌর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চালাচ্ছি। পৌর কর্তৃপক্ষ ড্রেনটি সংস্কার করে েিল হয়তো স্বাস্থ্য কমপ্লেক্সের জলাবদ্ধতা দূর হয়ে যাবে।