শহর প্রতিনিধিঃ বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৫-এর জাতীয় পর্যায়ে বিশেষ গ্রুপে দেশীয় প্রযুক্তিতে অত্যাধুনিক মানববিহীন সামরিক নিরাপত্তা যান উদ্ভাবনের জন্য ২য় স্থান অর্জন করেছেন জোনায়েদ আজিজ ফারুকী। সে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থী।
গত বৃহস্পতিবার(২০ জুন) আগারগাঁওস্থ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে জোনায়েদের হাতে ২য় স্থানের পুরস্কার ও সনদ তুলে দেন সিনিয়র সচিব জনাব মোঃ মোকাব্বির হোসেন।এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের
অতিরিক্ত সচিব আবু সাইদ মোঃ কামরুজ্জামান, এনডিসি,বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)এর
চেয়ারম্যান ডঃ সামিনা আহমেদ।
পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের প্রধান ইন্সট্রাক্টর মোঃ রাশিদুল ইসলাম বলেন,জোনায়েদ আমার বিভাগের ছাত্র।জোনায়েদের ভাবনা চিন্তাগুলো সবসময়ই প্রযুক্তি নির্ভর।ওর স্বভাবসুলভ মেধা আছে। কল্পনাশক্তিও প্রখর। জোনায়েদের সাফল্য ওর প্রাপ্য।সুযোগ পেলে আরও অনেকদূর এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ প্রকৌশলী হুমায়ুন কবির বলেন,জোনায়েদের মধ্যে আমি বিশেষ কিছু দেখেছিলাম।আমার উৎসাহেই সে পলিটেকনিকে ভর্তি হয়েছিল।ওর মা শিক্ষিকা বাবা দাবা ফেডারেশনের সভাপতি। জোনায়েদ বৈজ্ঞানিক কাজকর্ম নিয়ে থাকতেই পছন্দ করে। আমার মনে হয় আমার আরও সহযোগিতা করা উচিৎ ছিল।জোনায়েদের মতো মেধাবীরা সহযোগিতা পেলে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী অনিমেশ পাল জোনায়েদের কৃতিত্বকে তার প্রতিষ্ঠান এবং পাবনাবাসীর গর্ব হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন,প্রতি বছর ছাত্রদের মেধা বিকাশের লক্ষ্যে স্কিলিং কম্পিটিশনের আয়োজন করা হয়।ইতিপূর্বে ছাত্ররা নতুন উদ্ভাবনে সাফল্য দেখিয়েছেন।জোনায়েদের সাফল্য পাবনা সব প্রতিষ্ঠানের ছাত্রদের মাঝেই অনুপ্রেরণা যোগাবে। মেধাবীদের আরও সুযোগ তৈরিতে বিশেষভাবে গুরুত্ব দেবেন বলে জানান তিনি।