সাংবাদদাতাঃ পাবনার সুজানগর পৌর বাজারে অননুমোদিতভাবে সার ও কীটনাশক বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ৩টি দোকানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৩০ বস্তা সার জব্দ করে উপজেলা প্রশাসন।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ। অভিযানে সহযোগিতা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা এবং থানার এসআই আবুল বাশার ও আনসার সদস্যরা।
অভিযানে পৌরবাজারের কৃষি বীজ ভান্ডার, মহিত বীজ ভান্ডার ও মন্ডল বীজ ভান্ডার নামের তিনটি দোকানকে অননুমোদিত ব্যবসার দায়ে জরিমানা করা হয়। পাশাপাশি জব্দকৃত ইউরিয়া, ডিএপি ও এমওপি সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করে তার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এছাড়া, অভিযানে স্যার ডিলার আব্দুল কাদের রোকনের গুদামেও তদারকি করা হয়। কৃষকদের কাছে সরাসরি সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির তথ্য যাচাই করা হয়।
ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, “লাইসেন্স ছাড়া সার ও কীটনাশক বিক্রির দায়ে দোকানগুলোকে জরিমানা করা হয়েছে। কৃষকদের স্বার্থে এবং সঠিক বাজারব্যবস্থা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চলবে।”
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান বলেন, “অনুমোদনহীন ব্যবসায়ীরা যেন আর সার বিক্রি না করে। সকল ডিলারকে অনুরোধ করছি, তারা যেন কৃষকদের নিকট সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি করে।”