সুজানগরে মৌসুমি পেঁয়াজ আবাদের ধুম

সুজানগরে মৌসুমি পেঁয়াজ আবাদের ধুম

সুজানগর প্রতিনিধিঃ বাংলাদেশের মধ্যে পেঁয়াজ উৎপাদনে প্রথম পাবনার সুজানগরে মৌসুমি পেঁয়াজ আবাদের ধুম পড়েছে। পৌষের হাড় কাঁপানো শীত উপেক্ষা করে মাঠে মাঠে চলছে পেঁয়াজ আবাদ। উপজেলার বড় ও প্রান্তিক থেকে শুরু করে সকল পর্যায়ের কৃষক এখন পেঁয়াজ আবাদে ব্যস্ত।

খোঁজ নিয়ে জানা যায়, চলতি পৌষ মাসের প্রথম সপ্তাহ থেকে উপজেলার অধিকাংশ মাঠে মৌসুমি পেঁয়াজ আবাদ শুরু হয়েছে। আবাদ কার্যক্রম চলবে মাঘ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ১০টি ইউনিয়নে মৌসুমি পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ৭৫০ হেক্টর জমিতে।

ইতিমধ্যে স্থানীয় কৃষি শ্রমিকের পাশা-পাশি রাজবাড়ি, ফরিদপুর, সিরাগঞ্জ, নাটোর, কুষ্টিয়া, টাঙ্গাইল এবং মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে হাজার, হাজার কৃষি শ্রমিক সুজানগরে এসে পেঁয়াজ আবাদ করছেন।

সেই সাথে এলাকার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কতিপয় ছাত্ররাও কিছু টাকা উপার্জনের আশায় পেঁয়াজ রোপণের কাজ করছে। তারা প্রতিদিন ৬শ’ থেকে ৭শ’ টাকা মজুরিতে পেঁয়াজ রোপণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *