সংবাদদাতা ॥ কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক ছাত্রীকে স্কুল ক্যাম্পাসের ভিতরে বহিরাগত এক বখাটে যুবক শ্লীলতাহানী ও মারপিট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, গত ৩০ ডিসেম্বর স্কুল ক্যাম্পাসের ভিতরণে এঘটনা ঘটে। এর আগে মরিচপুরান গ্রামের বখাটে যুবক জয় দীর্ঘ দিন ঘরে ঐ ছাত্রীকে কূপ্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজী না হওয়ায় জয় ঐ ছাত্রীকে নানা ভাবে ভয়ভীতি দেখাতো। এরই এক পর্যায়ে ৩০ ডিসেম্বর স্কুল চত্বরে জোরপূর্বক শ্লীলতাহানী করে। এসময় মেয়েটি বাধা দিলে তাকে মারপিট করে এবং প্রাণ নাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। এব্যপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগের চেষ্টা করে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর থেকে মেয়েটি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগে উল্লেখ্য করা হয়েছে।





