পাবনার ভাঙ্গুড়ায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

পাবনার ভাঙ্গুড়ায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশনে ভোরে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেসের দুটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে এ ঘটনা ঘটেছে। ফলে প্রায় সহস্রাধিক যাত্রী দুর্ভোগে পড়েন। তবে সৌভাগ্যবশত কেউ হতাহত হননি।

ট্রেনের ভেতরে থাকা যাত্রীরা জানান, ভাঙ্গুড়া স্টেশনের কাছে পৌঁছানোর সময় হঠাৎ বিকট শব্দে বগি লাইনচ্যুত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী ভয়ে ট্রেন থেকে লাফিয়ে নেমে আসেন। তাৎক্ষণিকভাবে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে।

যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কয়েক ঘণ্টা পার হলেও রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে উদ্ধার কাজ শুরু হয়নি। দীর্ঘ সময় ধরে তারা অনিশ্চয়তায় ভুগছেন। দুর্ঘটনার কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে, যার প্রভাব পড়ছে অন্যান্য রুটেও।
প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম বলেন, হঠাৎ বিকট শব্দে ট্রেন থেমে গেলে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। তবে হতাহতের কোনো খবর নেই। পূজার ছুটিতে বাড়ি যাচ্ছিলেন অনেকেই, তাদের দুর্ভোগ সীমাহীন।

ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন ঘটনাটি। তিনি জানান, ভোর চারটার দিকে দুর্ঘটনার পর থেকে ট্রেন চলাচল বন্ধ আছে। পুলিশ যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে।
এদিকে, ভাঙ্গুড়া বড়াল ব্রিজ রেলস্টেশনের বুকিং সহকারী শফিউল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছেন ঠিকই, তবে বিস্তারিত জানেন না।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা থেকে উত্তরবঙ্গের সকল ধরনের রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *