সংবাদদাতাঃ পাবনার ফরিদপুর উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র শরীফ ওসমান হাদিকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। নেতৃত্ব দেন ফরিদপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু তালিব এবং উপজেলা সেক্রেটারি আব্দুল হাই আল রাজী। মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নেতাকর্মীসহ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদি একজন বীর এবং তার এই ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।
মিছিল শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয় এবং অপরাধীদের বিচার নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।






