শহর প্রতিনিধি
দুই শত বছরের পুরোনো পাবনা শহরে জনকাঙ্খিত উন্নয়ন হয়নি। শহরে প্রতিনিয়ত বেড়েছে জনসংখ্যা। প্রধান সড়কের বিকল্প কোনো সড়ক তৈরি হয়নি আজও।অসহনীয় যানজটে দূর্ভোগের অন্ত নেই শহরবাসীর। শহরের প্রধান সড়ক এ হামিদ রোডের দক্ষিণে আদালত অফিস পাড়া উত্তরে হাসপাতাল থানা, মাঝে বাজার। প্রতিদিন এই রাস্তায় প্রকট যানজটে হাসপাতালগামী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রোগী নিয়ে আটকে থাকে অ্যাম্বুলেন্স। যানজট পেরিয়ে মুমূর্ষু রোগীকে হাসপাতালে পৌঁছাতে ২০ থেকে ২৫ মিনিট সময় বেশি লেগে যায়। গতকাল ১১ আগষ্ট সোমবার সকালে শহরের বীণাবাণী মোড় থেকে ইন্দিরা হয়ে থানা মোড়।আলিয়া মাদ্রাসা থেকে খেয়া ঘাট মোড় হয়ে চাপাবিবি মসজিদ মোড়।পৌলানপুর থেকে এডওয়ার্ড কলেজ মোড় পর্যন্ত অসহনীয় যানজটের সৃষ্টি হয়। মধ্য শহরে রাস্তার পাশে মার্কেটে মানুষ অবৈধভাবে গাড়ি থামিয়ে বাজার সদাই করায় শহরের যানজট ব্যাপক হয়ে উঠেছে।ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের সংখ্যা বৃদ্ধি ও ফুটপাত দখল করার যানজট আরো বেড়েছে ।
শহরের বাসিন্দা ইয়াসিন আলী মৃধা রতন বলেন, এই শহর মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।অবৈধ পার্কিং আর যানজটের কারণে শহরে পায়ে হেঁটে চলাও এখন বিরক্তকর। শহরের ২ নং ওয়ার্ড গোপালপুরের বাসিন্দা মাসুদুর রহমান বলেন, অন্য জেলা শহরের মত আধুনিক হয়নি দুই শত বছরের পুরোনো পাবনা শহর।বিগত দিনে রাজনৈতিক নেতাদের সদিচ্ছার অভাবে অবহেলিতই হয়ে আছে শহর।
পাবনা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এম আজিজ বলেন, যানজট নিরসনে জন্য শহরের রাস্তা সম্প্রসারণ করে হাইওয়ে মাস্টার প-্যান বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেয়া হয়েছে। পাবনা বাস টার্মিনাল থেকে শহর হয়ে গাছপাড়া ফোর লেন সড়কে উন্নীত
করলে শহরে যানজট অনেক কমে যাবে। যানজটের পাশাপাশি জলজট বেহাল সড়ক ও যত্রতত্র ময়লা পড়ে থাকায় দূর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসীকে।শহরের বিসিক শিল্প নগরীর সামনে রাস্তার ময়লার ভাগাড় রয়েছে দীর্ঘদিন ধরে।বৃষ্টিতে এসব ময়লা আর্বজনা রাস্তার বিশাল জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে।কিছু এলাকার রাস্তায় বর্ষা মৌসুম জুড়েই থাকে পানির নিচে। ড্রেনের ময়লা আবর্জনা রাস্তায় উঠে একাকার হয়ে যায়।
এ বিষয়ে পাবনা পৌরসভার সহকারী প্রকৌশলী মো. ওবায়েদুল উল হক জানান,আমরা চেষ্টা করি ড্রেনগুলো সবসময় পরিষ্কার রাখার। তারপরও শহরবাসীকে সচেতন হতে হবে, ময়লা যেন ড্রেনে ফেলা না হয়।শহরের হাসপাতাল রোড সহ অধিকাংশ সড়কেই দ্রুত সময়ে কাজ শুরু হবে বলে জানান তিনি।