সংবাদদাতা: পাবনা শহরের হামিদ রোডের একটি হোটেল কক্ষে স্বাধীন সর্দার ওরফে শ্রী সাধন কুমার সাহা (৪৭)-এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) সকালে হোটেল রয়েল প্যালেসের একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে জানা যায় নিহত ব্যক্তি সিরাজগঞ্জ সদর উপজেলার কাজীপুর থানার গান্ধাইল গ্রামের মৃত নিতাই চন্দ্র সাহার ছেলে। তবে পরে তদন্তে বেরিয়ে আসে একটি ভিন্ন গল্প।
স্বাধীন সর্দার দীর্ঘদিন ধরে পাবনা শহরে বসবাস করতেন এবং স্থানীয়ভাবে “স্বাধীন সর্দার” নামেই পরিচিত ছিলেন। জানা গেছে, তিনি ছোটবেলা থেকেই বেড়ে ওঠেন বীর মুক্তিযোদ্ধা গাজী শাহ জামালের পরিবারে। শাহ জামালের কোনো পুত্রসন্তান না থাকায় তিনি স্বাধীনকে নিজের সন্তানের মতো লালন-পালন করেন।
বছর কয়েক আগে স্বাধীন কাগজপত্রের মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ম পরিবর্তনের পরও পারিবারিক জীবনে তেমন সমস্যা দেখা না দিলেও আত্মীয়স্বজনদের মধ্যে এ নিয়ে ছিল তীব্র আপত্তি।
বুধবার সকালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে, একদিকে স্ত্রী মাধবী রানী সরকার ও মেয়ে তিথি সরকার দাবি জানান যে মরদেহটি তাঁদের হিন্দু ধর্মীয় রীতিতে সৎকার করতে হবে, অন্যদিকে গাজী শাহ জামাল জানান, স্বাধীন অনেক বছর আগে মুসলমান ধর্ম গ্রহণ করেছেন, তাই তাঁকে ইসলামী রীতিতে দাফন করা উচিত।
বিকেলে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয় থানায়। উপস্থিত ছিলেন সদর থানার ওসি আব্দুল সালাম ও সিনিয়র ইন্সপেক্টর এসআই রায়হান। দীর্ঘ আলোচনার পর স্ত্রী ও কন্যা সিদ্ধান্ত নেন—স্বাধীন সর্দারের পালকপিতা বীর মুক্তিযোদ্ধা গাজী শাহ জামালের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
পরবর্তীতে রাত সাড়ে ৯টার দিকে মুসলমান ধর্মীয় রীতিতে জানাজা শেষে তাঁকে পাবনা শহরের আরিফপুর কবরস্থানে দাফন করা হয়।