
শহর প্রতিনিধিঃ মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে পাবনার শালগাড়িয়ায় অবস্থিত ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (আইটিটিই)-তে আলোচনা সভা, দেশাত্মবোধক সংগীত, কবিতা আবৃত্তি ও ক্রীড়া প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা হয়। সকাল ৯টায় শিক্ষক বনাম শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি টি-১০ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে সকাল ১১টায় আইটিটিই’র মিলনায়তনে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের আইডি কার্ড বিতরণ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. আলতাফ হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি, পরিচালনা পর্ষদ, আইটিটিই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো. মোতাহার হোসেন, উপাধ্যক্ষ, আইটিটিই। এ ছাড়া আইটিটিই’র শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. সাইফুল ইসলাম, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), আইটিটিই।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, বীর শহীদদের আত্মত্যাগ এবং স্বাধীনতার প্রকৃত চেতনাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, বিজয় দিবস আমাদের গৌরবের প্রতীক। এই দিবস নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি নৈতিকতা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের একপর্যায়ে টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা। পরে শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়।
দিনব্যাপী এই আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আইটিটিই প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।





