সংবাদদাতা : পাবনা প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য ও প্রবীণ সাংবাদিক আব্দুর রশিদের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এই আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার এবং সঞ্চালনা করেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম।
বক্তারা আব্দুর রশিদের বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন শুধু একজন সাংবাদিক নন, একজন মানবিক ও প্রজ্ঞাবান মানুষ। তাঁর সততা, কর্মনিষ্ঠা ও নিরলস অবদান আগামী প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
সভায় আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সিনিয়র সহসভাপতি ছিফাত রহমান সনম, কল্যাণ সম্পাদক কলিট তালুকদার, সাংবাদিক শফি ইসলাম, তপু আহমেদ, শাহীনুর রহমান শাহীন প্রমুখ। তারা বলেন, আব্দুর রশিদ ছিলেন পাবনার সাংবাদিক সমাজের অভিভাবক। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
সভাপতির বক্তব্যে আখতারুজ্জামান আখতার সাংবাদিক আব্দুর রশিদের অবদান স্মরণ করে নতুন প্রজন্মকে তাঁর আদর্শ ও নীতি অনুসরণ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের ইমাম হাফেজ মোঃ তরিকুল ইসলাম।
এ সময় মরহুমের স্ত্রী মোসাম্মত তসলিমা বেগম, সন্তান তোফাজ্জল হোসেন মামুন, আল মমিন মাসুম, নাতি সালেক ইব্রাহিম সুয়াদ, পাবনা প্রেসক্লাবের সহ-সম্পাদক মোঃ মোখলেসুর রহমান খান বিপ্লব, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, কার্যকরী সদস্য জি কে সাদি, রফিকুল ইসলাম সুইট, সিনিয়র সাংবাদিক রাজিউর রহমান রুমি, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রাসেল ও প্রেসক্লাবের অধিকাংশ সাংবাদিক উপস্থিত ছিলেন।