পাবনা প্রতিনিধি: পাবনার বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক, দারুল আমান ট্রাস্টের সাবেক চেয়ারম্যান গোপালপুর আইবি রোড নিবাসী আলহাজ্ব আবুল হোসেন আর নেই। শনিবার (৭ সেপ্টেম্বর) আনুমানিক রাত সাড়ে ৮টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।
তিনি চার পুত্র, চার কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের মানুষ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মরহুমের নামাজে জানাজা রবিবার (৮ সেপ্টেম্বর) বাদ জোহর দারুল আমান ট্রাস্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।