সংবাদদাতা: পাবনার অভিজাত সুপারশপ গোল্ডেন বাস্কেট এবার ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে তরুণ প্রজন্মের জন্য। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল স্টুডেন্ট ক্লাব। শনিবার (১৩ সেপ্টেম্বর) শহরের লতিফ টাওয়ারের কাশমেরী রেস্টুরেন্টে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এর উদ্বোধন হয়।
অনুষ্ঠানে স্টুডেন্ট ক্লাব সম্পর্কে ধারণা দেওয়া হয়। স্ট্যান্ডার্ড , প্রিমিয়াম ও গোল্ড এই তিন ক্যাটাগরিতে শিক্ষার্থীরা সদস্য পদ গ্রহণ করতে পারবেন। এতে মিলবে নানাবিধ সুযোগ সুবিধা।
মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ , দক্ষতাভিত্তিক কর্মসংস্থানের সুযোগ , প্রফেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা , প্রযুক্তি ও টেকনিক্যাল স্কিলের ভিত্তিতে উদ্যোক্তা হওয়ার সুযোগসহ নানাবিধ সুবিধা।
উক্ত অনুষ্ঠানে গোল্ডেন বাস্কেটের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হাসান জানান, একটি সৎ, কর্মমুখী ও আধুনিক জনগোষ্ঠী গড়ে তুলতে সামাজিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ। মুনাফার একটি অংশ এই কার্যক্রমে ব্যয় হবে। গোল্ডেন বাস্কেট তরুণদের দক্ষতা প্রমাণের উন্মুক্ত মঞ্চ হয়ে উঠবে।”
এ সময়ে আরও বক্তব্য দেন গোল্ডেন বাস্কেটের হেড অফ একাউন্টস এন্ড ফাইন্যান্স মো. সানোয়ার হোসেন, এক্সিকিউটিভ ডিরেক্টর মো: আশরাফুল ইসলাম রনি,হেড অব বিজনেস ডেভেলপমেন্ট সালাউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোল্ডেন বাস্কেটের বিজ্ঞাপনে অংশ নেওয়া ঢাকা থেকে আগত দেশের খ্যাতিমান নাট্যশিল্পীরা—নাজনীন হাসান চুমকী,আমিন আজাদ,তারিক স্বপন,নুরে আলম নয়ন,কাজী আনিছুল হক বরুন,মাসুদ রানা মিঠু,সুজাত শিমুল,আনিছুর রহমান ও তমাল আহমেদ। তাঁরা শিক্ষার্থীদের কল্যাণে এমন উদ্যোগকে দেশের অন্য সুপারশপগুলোর জন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেন। পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলও বক্তব্য রাখেন অনুষ্ঠানে।
এডওয়ার্ড কলেজ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ জেলার ও দেশের বিভিন্ন কলেজ–বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন গোল্ডেন বাস্কেটের লাইভ প্রেজেন্টার সানজিদা খানম ও সুমাইয়া ইসলাম প্রথমা।