এডওয়ার্ড কলেজে দেশীয় খাবারের ঐতিহ্য রোভার স্কাউটের ভর্তা উৎসব

এডওয়ার্ড কলেজে দেশীয় খাবারের ঐতিহ্য রোভার স্কাউটের ভর্তা উৎসব

সংবাদদাতা: দেশীয় খাবারের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার রোভার স্কাউট ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হলো “ভর্তা উৎসব ২০২৫”। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় কলেজের বিএনসিসি ভবনে এ উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের গাইনি বিভাগের অধ্যাপক ও এডওয়ার্ডিয়ান ডা. তাহমিনা হোসেন। সভাপতিত্ব করেন সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল আওয়াল মিয়া। অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়, পরে তারা ভর্তা উৎসব ঘুরে দেখেন এবং নানান স্বাদের ভর্তা উপভোগ করেন।

স্বাগত বক্তব্য দেন সরকারি এডওয়ার্ড কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভারমেট ও গার্ল-ইন-রোভার উম্মে জান্নাত তামান্না। বক্তব্য দেন অধ্যক্ষের সহধর্মিণী ইয়াসমিন আরা দ্বীনও।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ রোভার স্কাউটস পাবনা জেলা কমিশনার অধ্যাপক নুরুল আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন রেল সচিব ও কলেজের প্রাক্তন কৃতি শিক্ষার্থী ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রোভার স্কাউটস পাবনা জেলার সাধারণ সম্পাদক আলী আকবর মিঞা রাজু, আলহাজ আহেদ আলী বিশ্বাস ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মুর্শিদা আক্তার মিলি।

রোভার স্কাউটসের ছেলে-মেয়ে সদস্যসহ অর্ধশতাধিক নারী-পুরুষ এ আয়োজনে অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন রোভার স্কাউট কে. এম. আতিক হাসান। সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সালাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *