সংবাদদাতা: পাবনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের নবগঠিত পরিচালনা কমিটির মতবিনিময় সভা গতকাল শনিবার দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় । নবগঠিত কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও এবি ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখিঁনুর রহমান, নব কমিটির সিনিয়র সহ-সভাপতি জেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান, জেলা যুবদলের সদস্য সচিব মনির হোসেন । বক্তারা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে প্রতিষ্ঠিত পাবনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে সার্বিক উন্নয়নে আশ্বাস প্রদান করেন।
হোমিওপ্যাথিক চিকিৎসায় অনেক জটিল রোগ নিরাময় করা সম্ভব, হোমিওপ্যাথিক আধুনিকায়ন ও মানোন্নয়নে একদিকে যেমন মানুষ চিকিৎসা সেবা পাবেন অন্যদিকে হোমিও চিকিৎসকদের কর্মক্ষেত্র সৃষ্টি হবে। কলেজের একাডেমিক ভবন নির্মাণ, প্যাথলজি ল্যাব স্থাপন, প্রাচীর নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক ডা. সাইফুল্লাহ , অভিভাবক সদস্য পাবনা পৌরসভার ৮ নং সাবেক কাউন্সিলর আশরাফ প্রামাণিক, কলেজের সদস্য পাবনা পৌরসভার ৭ নং সাবেক কাউন্সিলর রাজিবুল হাসান রবিন।
এসময় উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক ডা. কামরুল ইসলাম , ডা. হেলাল উদ্দিন, ডা. মোছা. সারমিন খানম, ডা. রুমানা আক্তার, ডা. মোঃ. সাইফুল ইসলাম, প্রভাষক ডা. খন্দকার আবু সিনা, ডা. মোঃ. ফজলুল করিম, ডা. মোঃ. শাহজাহান আলী, ডা. আইয়ুব আলী, ডা. মোঃ. আশরাফুল ইসলাম, ডা. মোঃ. মাসুদ রানা, ডা. মোঃ. আলী আকবর, ডা. মেহেদী হাসান এছাড়াও কলেজের শিক্ষার্থী , এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।






