সংবাদদাতা: পাবনার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইন্সটিটিউট অব টেকনোলজি এন্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং(আইটিটিই) তে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৫-২৬ সেশনের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব এস এম আলতাফ হোসেন। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং আগামীর দক্ষ জনশক্তি গঠনে সবাইকে আন্তরিকভাবে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল বিভাগের প্রধান ও চিফ ইন্সট্রাক্টর মো. মনিরুজ্জামান এবং আইটিটিই-এর উপাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. মোতাহার হোসেন (অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান, সিভিল বিভাগ, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট)। এ সময় আইটিটিই-এর শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কারিগরি শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন অতিথিরা, অনুষ্ঠানের সভাপতি ও বিভাগের প্রধানরা। পরে নবীনদের হাতে লাল গোলাপ তুলে দিয়ে বরণ করেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে সঙ্গীত পরিচালনা করেন প্রতিষ্ঠানের হিসাব কর্মকর্তা সুলতানা পারভীন শিলু। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম। সমাপনী বক্তব্যে তিনি শিক্ষার্থীদের আত্মনির্ভর হওয়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।