মহীয়সী ও কাব্যশ্রীর আয়োজনে কবি ওমর আলীর জন্মদিন পালন

মহীয়সী ও কাব্যশ্রীর আয়োজনে কবি ওমর আলীর জন্মদিন পালন

আজ ২০ অক্টোবর, সোমবার সন্ধায়  কবি ও কবিতার সংগঠন মহীয়সী সাহিত্য পাঠচক্র ও কাব্যশ্রী লেখকচক্র এর আয়োজনে  “কবি ওমর আলীর ৮৬তম জন্মদিন পালন কবিতাপাঠ ও আলোচনা” সভা দৈনিক বিবৃতি মিলনায়তনে  অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে  মহীয়সী”র সভাপতি  রেহানা সুলতানা শিল্পী’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন কবি, চিকিৎসক ও মহীয়সী সাহিত্য পাঠচক্র এর উপদেষ্টা ডা. সরওয়ার জাহান ফয়েজ, কবি, প্রাবন্ধিক আব্দুদ দাইন সরকার, নোঙর প্রতিষ্ঠাতা সভাপতি  অধ্যাপক  হাসানুজ্জামান,  মহীয়সী সাহিত্য পাঠচক্র এর উপদেষ্টা সঙ্গীতশিল্পী মো. মাজহারুল ইসলাম, নদী গবেষক ড. মনছুর আলম, কবি, ছড়াকার ও পরিচালক  দেওয়ান বাদল, কবি ও গল্পকার এনামুল হক টগর, কবি আদ্যনাথ ঘোষ, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা।

 

কবিতা পাঠ করেন  কবি ও বাচিকশিল্পী  সৈয়দা জহুরা ইরা , কবি ও গল্পকার কথা হাসনাত,  কবি সাইদা আখতার কল্পনা,  কবি মোহাম্মদ আলী,  কাব্যশ্রী লেখকচক্র এর সাধারণ সম্পাদক কবি মো. শফিউল্লাহ, কবি শামীমা সীমা।

 

এছাড়াও উপস্থিত ছিলেন  দীপালয় সম্পাদক হাফিজুর রহমান রিপন, সাতবাড়িয়া ডিগ্রী কলেজ এর ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. জামাল উদ্দীন ও সংস্কৃতি ব্যক্তিত্ব রোকনুজ্জামা সনজু।  অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন কাব্যশ্রী লেখক চক্র এর সভাপতি ডিএএস সোহাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *