পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মহেশপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহার খাতুন (৩৭) এর মৃত্যু হয়েছে। সে বন্যাগাড়ি এলাকার শহিদুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ২৫ শে জুন বুধবার সকাল সাড়ে সাতটার দিকে পাবনা চাটমোহর সড়কের মহেশপুর এলাকায় একটি চলন্ত ট্রাক নিহার খাতুনের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে ঘটনাটি নিছকই সড়ক দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা ঠিক স্পষ্ট নয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মৃত্যুর ঘটনাটি স্বীকার করলেও এটি সড়ক দুর্ঘটনা না আত্মহত্যা তা স্পষ্ট করে বলতে পারেননি।