চাটমোহরে ওএমএসের আটা না পেয়ে ফিরে যাচ্ছে মানুষ

চাটমোহরে ওএমএসের আটা না পেয়ে ফিরে যাচ্ছে মানুষ

পাবনার চাটমোহরে ওএমএসের আটা না পেয়ে ফিরে যাচ্ছে মানুষ। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও আটা পাচ্ছেন না সাধারণ মানুষ। ফলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। চাহিদার তুলানায় সরবরাহ কম থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানালেন। খোলা বাজার ডিলারের দোকানে প্রতিদিন অসংখ্য নিম্ন আয়ের মানুষ আটা কিনতে এসে খালি হাতে ফিরছে। ভোর থেকেই ক্রেতারা এসে ডিলারের দোকানের সামনে লাইন দাঁড়াচ্ছেন। চাটমোহর পৌরসভার ৬টি ডিলারের দোকানে খোঁজ নিয়ে এমন তথ্য পাওয়া গেছে। 

 

জানা গেছে, সরকার খাদ্য অধিদপ্তরের সহায়তায় চাটমোহর পৌরসভায় নিম্ন আয়ের মানুষের মধ্যে আটা বিক্রির জন্য ৬জন ডিলার নিয়োগ করেছে। একজন ডিলার ক্রমানুসারে সপ্তাহে দুইদিন আটা বিক্রি করতে পারছেন। একজন ডিলার ২৪ টাকা কেজি দরে জনপ্রতি ৫ কেজি করে আটা বিক্রি করছেন। এতে প্রতিদিন একজন ডিলারের কাছ থেকে ১০০ জন নিম্ন আয়ের মানুষ আটা কিনতে পারছেন। খোঁজ নিয়ে জানা গেল, প্রতিদিন পৌর এলাকার বাইরের কয়েক শত মানুষ আটা কিনতে আসছেন। ভোর থেকেই ডিলারের দোকানে সামনে ভিড় জমছে। কিন্তু আটা না পেয়ে অনেকেই ফিরে যাচ্ছেন। সাধারণ মানুষ আটার সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছেন। 

 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আইনিন আফরোজ বললেন,সরকারি বিধি মোতাবেক ডিলারদের মধ্যে আটা সরবরাহ করা হচ্ছে। একজন ডিলার সপ্তাহে দুইদিন আটা পাচ্ছেন। কিন্তু চাহিদা ব্যাপক। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে সরবরাহ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে মর্মে জানালেন এই কর্মকর্তা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *