চলনবিলে হিমেল হাওয়ায় জনজীবন স্থবির

চলনবিলে হিমেল হাওয়ায় জনজীবন স্থবিরসংবাদদাতাঃ ঘন কুয়াশা ও শীতল বাতাসের কারণে গত এক সপ্তাহ ধরে চলনবিল অঞ্চলের জনজীবন স্থবির হয়ে পড়েছে। কনকনে ঠান্ডায় জুবুথুবু হয়ে পড়েছেন সাধারণ মানুষ। ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় এ অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।

চলনবিল অধ্যুষিত উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে,শীতের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য ছিন্নমূল মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। দিনমজুররা কাজে যেতে পারছেন নাঠান্ডার কারণে। সকাল ১০টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। অতি প্রয়োজনীয় কাজ ছাড়া সকালে কেউ বের হচ্ছেন না। বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ।

অটোভ্যান চালক আব্দুল খালেক ও কৃষি শ্রমিক আব্দুল মমিন বলেন, ‘কয়েক দিন থেকে শীত আর খুব ঠান্ডা পড়েছে,ঘর থাকি বের হওয়া যায় না। রাস্তায় মানুষ নাই,ভাড়া হবে কেমনে। তাই বসি আছি। কাজও মিলছেনা।

আগামী কয়েকদিন শীত ও কুয়াশার প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানায় ঈশ্বরদী আবহাওয়া দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *